চেতনায় একাত্তর ডেস্কঃ শ্রীনগর উপজেলার ইউনিয়নসমুহের বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ এনে তৃণমূল থেকে বিক্ষুব্ধ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ সভাপতি বরাবর অভিযোগপত্র প্রেরন করেন, বিষয়টির সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধানকল্পে সভাপতি মহোদয় আবেদন পত্র মনিটরিং কমিটি বরাবর হস্তান্তর করেন।এই বিষয় সমাধানের লক্ষ্যে মনিটরিং কমিটি রাঁড়িখাল ইউনিয়ন পরিষদে অভিযোগকারী ও সংশ্লিষ্ট উপজেলা- ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন মনিটরিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব শেখ লুৎফর রহমান, সদস্য অ্যাড. সোহানা তাহমিনা, অ্যাড আবুল কাসেম, কামাল উদ্দিন আহাম্মেদ।
মনিটরিং কমিটি অভিযোগকারীদের বক্তব্য আন্তরিকতার সাথে শুনেন ও রেকর্ড করেন এবং সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি/ সাধারন সম্পাদকের কাছ থেকে অভিযোগের বিষয় বক্তব্য শুনেন ও লিপিবদ্ধ করেন। বিষয়সমুহ নিয়ে আরও তথ্য ও প্রমান সংগ্রহ করে উক্ত বিষয় উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আশ্বাস প্রদান করেন । এখানে উল্লেখ্য যে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু সুকুমার রঞ্জন ঘোষ সাবেক এম.পি এর অসুস্থতার কারনে তিনি সময় দিতে না পারায় সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন এই বিষয় কাজ করে যাচ্ছেন।