শরমিতা লায়লা প্রমিঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের অধীন রাড়িখাল ইউনিয়নের ওয়ার্ডসমুহের কমিটি গঠন প্রক্রিয়ায় অনিয়ম প্রমান হওয়ায় প্রস্তাবিত সকল ইউনিয়নের ওয়ার্ডসমূহের কমিটি বাতিল করে পুনর্গঠনের সিদ্ধান্ত হয়।
অদ্য ২৬/১০/২০১৯ শনিবার শ্রীনগর উপজেলে আওয়ামী লীগ সভাপতি সাবেক এম.পি বাবু সুকুমার রঞ্জন ঘোষ এর ঢাকা বাসভবনে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মনিটরিং কমিটির চেয়ারম্যান আলহাজ্ব শেখ লুতফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থাকেন, মনিটরিং কমিটির সদস্য জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সো হানা তাহ মিনা, অ্যাড. আবুল কাসেম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ।
আরও উপস্থিত থাকেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক এম পি বাবু সুকুমার রঞ্জন ঘোষ, সাধারন সম্পাদক হাজি মোঃ তোফাজ্জল হোসেন, জেলা / উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক। অভিযোগকৃত ৯টি ওয়ার্ডের অভিযোগ বিচার বিশ্লেষণ করে দেখা যায়, কমিটি গঠনে অনিয়ম হয়েছে।তাই প্রস্তাবিত ৯ টি ওয়ার্ড কমিটি বাতিল করে উক্ত ওয়ার্ডসমুহের কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি/সাধারন সম্পাদকের নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়নে বসবাসরত জেলা/ উপজেলা নেতৃবৃন্দ এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাধারন্ন সম্পাদক এর মনোনীত দুইজন প্রতিনিধির উপস্থিতিতে সভা করে ওয়ার্ডসমুহের বর্তমান সভাপতি/ সাধারন সম্পাদক এবং প্রস্তাবিত কমিটির সভাপতি/ সাধারন সম্পাদক এই দুই কমিটি পর্যালোচনা, বিচার বিশ্লেষণ করে যোগ্যব্যক্তিদের নিয়ে ওয়ার্ডসমুহের কমিটি গঠন করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নিকট হস্তান্তর করবে এবং এক কপি মনিটরিং কমিটির নিকট জমা দিবে মর্মে সিদ্ধান্ত হয়।