Exif_JPEG_420
নিজস্ব প্রতিনিধিঃ বিনোদপুর আড়তদারপট্টি মোড় থেকে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে যানবাহন চলাচলের অযোগ্য ছিল, বিশেষ করে কালীবাড়ি মোড়, দয়াল্ বাজারসহ বিভিন্ন স্থানে ভাঙ্গা,খানাখন্দ, গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকতো, নানা মাধ্যমের আবেদন ও সংবাদ প্রকাশ হওয়ার পরিপ্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস মহোদয় নিজ উদ্দ্যেগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করেন, প্রায় ৮/৯ মাস সংস্কার কাজের জন্য রাস্তাটিতে যানবাহন চলাচল বন্ধ থাকার পর অবশেষে রাস্তাটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। মানুষ এখন নিরাপদে চলাচল করতে পেরে আনন্দিত, এম.পি মহোদয়ের জন্য ভুক্তভোগীরা দোয়া করছেন।
Exif_JPEG_420
রাস্তাটির আংশিক আর.সি.সি ডালাই কাজ করা হয়, বাকি রাস্তা পিচ ডালাই এর মাধ্যমে সংস্কার করা হয়, কিন্তু রাস্তার পাশে ড্রেন না থাকায় বৃষ্টির পানি রাস্তার উপর জমে থাকে এতে যানবাহন চলাচলের সময় পিচ আলগা হয়ে উঠে পড়ছে, এতো অল্প সমরের মধ্যেই রাস্তায় গর্ত হয়েছে এবং ভেঙ্গে যাচ্ছে,এমতাবস্তায় জরুরী ভিক্তিতে রাস্তার পাশে দ্রেন করা দরকার, নতুবা বেশিদিন রাস্তা টিকিয়ে রাখা যাবে না, এক বছরের মধ্যেই রাস্তাটি আগের অবস্থায় ফিরে যাবে, চলাচলকারীদের দুর্ভোগ বাড়বে, রাস্তাটি চলাচলের জন্য খোলে দেওয়ার ২/১ মাসের মধ্যেই অনেক জায়গায় গর্ত হয়েছে, ধ্বসে গেছে, বৃষ্টির পানি জমে থাকছে, বিশেষ করে দয়ালবাজারের পাশে ফ্যাক্টরির বড় বড় ট্রাক এসে রাস্তার উপর দাড় করিয়ে মালপত্র লোড-আনলোড করায় যেমন রাস্তায় যানজট সৃষ্টি হয়
Exif_JPEG_420
তেমনি ১০ফিট রাস্তায় ৮ ফিট ট্র্যাকের চাকার চাপে রাস্তার পিচে ফাটল ধরছে, তাছাড়া নালার পাশে ভালভাবে বাঁধ না দেওয়া হলে বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় বৃষ্টির পানির সাথে রাস্তার মাটি, পিচ ধ্বসে পড়ছে। আশা করি মাননীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাটি যাতে দীর্ঘদিন চলাচলের উপযোগী থাকে সেই বিষয় যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন।