সবধরনের মানুষই ভাল না, চাঁদাবাজি করে সাহায্যের দরকার নাই,সাধ্যমত অসহায় মানুষের পাশে থাকুন-শেখ হাসিনা
শরমিতা লায়লা প্রমিঃ কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত, এর ভয়াবহতার ক্ষুদ্র ব্যবসায়ী, শিল্পপতি, কৃষক, শ্রমিক, চাকুরীজীবী সবধরনের মানুষই অসুবিধার মধ্যে আছে, এর মধ্যে করুন অবস্থা মধ্য বিত্ত ও নিম্ম মধ্যবিত্ত মানুষ তারা না পারে চাইতে না পারে, না পারে বলতে, খেয়ে না খেয়ে কোন রকম্ভাবে জীবন কাতাচ্ছে, আর দরিদ্র মানুষ যেমন চাইতে পারে তেমন সরকারী সাহায্যও পাচ্ছে, আর যারা উচ্চবিত্ত তাদের ২/৪ বছর ঘরে বসে থাকলেও কিছু যায় আসে না, সুন্দরভাবেই দিন কেটে যায়। সমাজে সবসময় মধ্যবিত্ত পর্যায়ের মানুষগুলোই অসহায় মানুষের পাশে থাকে, সাধ্যমত হাত বাড়ায়, করোনা ভাইরাসের কারনে তাদের জীবিকা থেমে গেছে, বিশেষ করে নিম্ম মধ্যবিত্ত শ্রেণীর লোকজন করোনার কারনে করুন অবস্থা, তাই মাননীয় প্রধান মন্ত্রী বিষয়টি উপলব্ধি করে বলেছেন দেশের এই অবস্থায় চাঁদাবাজি করে সাহায্যের দরকার নাই, তাছারা চাঁদাবাজির একটা অংশ অসৎ মানুষের পকেটে চলে যায়, চাঁদাবাজি হলেই আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নিবে। চাঁদাবাজির মাধ্যমে লোক দেখানো এই দানের ফলে গনজমায়েত হবে যাতে করে করোনা ভাইরাস বিস্তার লাভ করবে, বর্তমান সরকার করোনা ভাইরাসের কারনে কর্মহীন মানুষের মধ্যে সরকারী ব্যবস্থাপনায় প্রচুর খাদ্য সামগ্রী বিতরন করছে বরং আমাদের দেখা উচিত এই সকল সরকারী বরাদ্ধের মালামাল মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে ঠিকমত অসহায় মানুষের কাছে পৌঁছানো হচ্ছে কি না?