স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় ও সবুজ সুরক্ষায় সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রিক কমিটির উদ্যোগে গ্রীণ ভিলেজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় সদর উপজেলার কালিঞ্জিপাড়া নতুন সড়কের দুইপাশে অর্ধশতাধিক ওষধি বনজ ও ফলজ গাছের চারা রোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন দৈনিক প্রথম আলো মুন্সীগঞ্জ প্রতিনিধি মো: ফয়সাল হোসাইন।

এতে সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি মাহবুব আলম জয়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিতছিলেন রামপাল ইউপি সচিব মো: রুহুল আমিন সবুজ, ইউপি মেম্বার মো: সাইদ হাসান সানি, পূবালী ব্যাংকের ম্যানেজার মো: শাহজাহান, প্রভাষক মো: মাহবুব হোসেন, সংগঠনটির সহ-সভাপতি শাহ মোয়াজ্জেম, সাধারন সম্পাদক আশরাফুল আলম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন, প্রচার সম্পাদক মেহেদি হাসান হিমেল, মো: ইউসুফ শেখ, সাংবাদিক মো: সাইফুল ইসলাম, মো: রওনক প্রমুখ। পরে নতুন রাস্তার দুইপাশে ওষধি, বনজ ও ফলজ বৃক্ষরোপন করা হয়।
Comments are closed.