স্থানীয় সরকার মন্ত্রী বললেন, মহিউদ্দিন ভাই অনন্য, সুভাগ্যবান, পাশে থেকে বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্ব পালন ও সেবা করতে পেরেছিলেন
শরমিতা লায়লা প্রমিঃ গত ১১ই নভেম্বর, সোমবার, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এম তাইজুল ইসলাম মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নেন, তিনি যমুনা ব্যাংক লিঃ এর অন্যতম পরিচালক হাজি মোঃ নুর মোহাম্মদ সাবেক এম পি এর আমন্ত্রনে নাক কাটা, ঠোঁট কাটা, কান কাটা গরিভ রোগীদের বিনামুল্যে প্লাস্টিক সার্জারি কার্যক্রমের উদ্বোধন করেন এবং তার বাসায় দুপুরের খাবারের আমন্ত্রণে যোগ দেন।মন্ত্রী মহোদয় বিকালে স্থানীয় এক জনসভায় যোগ দেন।
সন্ধার পর মাননীয় মন্ত্রী মহোদয় জেলা পরিষদ মুন্সীগঞ্জ আসেন এবং জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় মাননীয় মন্ত্রী মহোদয়কে চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ সম্পাদিত ও অ্যাড. সোহানা তাহমিনাএর ব্যবস্থাপনায় প্রকাশিত ”বঙ্গবন্ধুর মহিউদ্দিন ১০০ প্লাস মেমোরিস এ্যালবাম” বইটির সৌজন্য সংখ্যা প্রদান করা হয়।এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ ০২ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সহ সভাপতি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, চেতনায় একাত্তর সম্পাদক মণ্ডলীর সভাপতি অ্যাড সোহানা তাহমিনা, চেতনায় একাত্তর প্রতিষ্ঠাতা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ-সহ উপস্থিত জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ।