স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করলে, মসজিদের নামাজ বন্ধ হবে না
এস এম রবিনঃ আমাদের বাংলাদেশের প্রায় ৯০% জন লোক ধর্মপ্রান মুসলমান,তারা নিজ ধর্মের প্রতি অতি সহনশীল, সকল মুসলমানরাই কোরআন- হাদিস মতে মিজেদের পরিচালিত করে থাকে। ইসলাম ধর্মের পাঁচটি মূলধারা কলেমা, নামাজ, রোজা, হজ্ব, যাকাত, তার অন্যতম হল নামাজ এবং প্রতিদিন ধর্মপ্রান মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে মুসল্লিরা আদায় করে থাকেন। কিন্তু বর্তমান বিশ্বের সাথে বাংলাদেশও ভয়াবহ করোনা ভাইরাসে আক্রান্ত, এই করোনা থেকে দেশের মানুষকে বাঁচাতে ইসলামের পবিত্র স্থান প্রিয় নবী হযরত মোঃ সঃ আঃ সালামের জম্মভুমি পবিত্র মক্কা ও মদিনাতে মসজিদে গিয়ে নামাজ আদায় না করার জন্য সৌদি আরব সরকার নির্দেশনা প্রদান করা হয়, এবং বিশ্বের বিভিন্ন মুসলিম দেশসমূহেও এইরূপ নির্দেশনা জারী করা হয়। বাংলাদেশের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পাওয়ায় সরকার মসজিদের সাথে সংশ্লিষ্ট ৫/১০ জন মসজিদে নিয়মিত জামাতে নামাজ আদায় করবে, তাদের ছাড়া বাকি মসুল্লিদের ঘরে নামাজ আদায় করার নির্দেশনা প্রদান করেন।
পবিত্র মাহে রমজান এবং মুসল্লিদের আবেদনের বিষয় সম্মান দেখিয়ে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে নমনীয় মনোভাব দেখান, প্ততিজন মুসল্লি ৩ ফুট দূরত্বে লাইনে দাঁড়াবে এবং এক কাতার খালি রেখে পিছনের কাতারে দাঁড়াবে, এই ভাবেই মসজিদে জামাতে নামাজ আদায় করা হচ্ছে, স্বাস্থ্য বিধিমতে এই নিয়ম অব্যাহত থাকলে ভয়াবহ করোনা ভাইরাসের মধ্যেও ইনশাল্লাহ মসজিদে গিয়ে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন, তবে এই বিষয় মসজিদের ইমাম ও মসজিদ কমিটিকে কার্যকর ভুমিকা পালন করতে হবে, আল্লাহ আমাদের সহায় হোক,আমিন।