হজ্বব্রত পালন শেষে দেশ-এ ফিরে চেতনায় একাত্তর কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এ.টি.এম দেলোয়ার হোসেন
Exif_JPEG_420
সৌরব আহাম্মেদ জনিঃ বাংলাদেশ শ্রমিক লীগ মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তা, চেতনায় একাত্তর সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ টি এম দেলোয়ার হোসেন সম্প্রতি পবিত্র হজ্ব পালন শেষে দেশ-এ ফিরে আসেন, আজ বুধবার ৪ই সেপ্টেম্বর তিনি সৌজন্য সাক্ষাতে আসেন মিরকাদিম পৌরসভাস্থিত রিকাবিবাজার চেতনায় একাত্তর সম্পাদকীয় কার্যালয়ে, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহেম্মেদ তাকে স্বাগত জানান, একান্ত আলোচনায় দেলোয়ার হোসেন হজ্ব ব্রত পালনের অভিজ্ঞতা প্রকাশ করেন, এবং তিনি বলেন পবিত্র ক্বাবা শরীফ, মদিনা শরীফ, আরাফাত ময়দান উপস্থিতি মানুষের আত্মা ও কর্মকাণ্ডের সম্মিলন ঘটায়, মানুষ উপলব্ধি করতে পারে তার ভালমন্দ কৃতকর্মের বিষয় সমূহ, সত্যিকার অর্থেই পবিত্র জায়গাসমুহ সফল করলে মনে পবিত্রতা আসে, আসে প্রশান্তি, প্রত্যেক মুসলমানেরই উচিত নুন্যতম একবার হজব্রত পালন করা।
Exif_JPEG_420
হাজি এ টি এম. দেলোয়ার দেলোয়ার হোসেন সাথে করে আমাদের জন্য নিয়ে আসেন হজ্ব পালন করার দাওয়াত, আর ইসলামিক বিদানমতে পবিত্র কোরআন আর সুন্না মোতাবেক নিজেকে পরিচালিত করার আহ্বান, তিনি মক্কা শরীফ থেকে নিয়ে আসা আবে জমজমের পানি, এক প্যাকেট খেজুর, দুইটি টুপি ও এক ছরা তজবি সম্পাদককে উপহার দেন। চেতনায় একাত্তর সম্পাদক তার সদ্য প্রকাসিত স্মরণিকার এক কপি হাজি দেলয়ার হোসেনকে সৌজন্যমুলক প্রদান করেন।