হলুদ সাংবাদিকতার শিকার চাদপুরের একজন সৎ ইউপি চেয়ারম্যান
অনলাইন নিউজঃ একাত্তর টি ভি এর হলুদ সাংবাদিকতা শিকার হল আরও একজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। মাত্র ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে ৭১ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি তাকে চাউল চোর বানিয়ে দিল, অথচ তিনি সরকারি কোন চালই উত্তোলন করেন নাই। চাদপুর সদরের ১নং বিষ্ণুপুর ইউনিয়নের এই চেয়ারম্যান নিজ এলাকায় একজন সৎ চেয়ারম্যান হিসাবে সর্বজন পরিচিত, তার বাবাও একজন সম্মানিত লোক ছিলেন, তার আদর্শেই সন্তানকে মানুষ করেছেন, এই চেয়ারম্যান বাবার সম্পতি বিক্রি করে চেয়ারম্যান হয়েছেন এবং নিজ এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন, অথচ চাঁদা না দেওয়ায় তাকে সরকারি চাউল না উত্তোলন করেও চোর হতে হোল, একাত্তর টি ভির বিভিন্ন অনুষ্ঠানে মিথিলারা খুবই ইনিয়ে বিনিয়ে সরকার আর আওয়ামী লীগের সমালোচনা করে থাকে, আমি বলতে চাই যারা অন্যের ভুল সাজানো ভাবে তুলে ধরে তাদের অন্যায়ের কি বিচার হবে না, তারা কি ঈশ্বর না কি দেবতা, একজন চেয়ারম্যান তাদের অন্যায়ের শিকার হয়ে যে আত্মহত্যার পথ বেছে নিতে চায় সামাজিকভাবে তার তার সন্তান আর পরিবার হেনস্তা হতে হল তার জন্য কি একাত্তর টি ভির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এমন কি এই একাত্তর টি ভি অদ্য পর্যন্ত ভুল শিকার করে অভিযুক্ত চেয়ারম্যানের কাছে ক্ষমাও চাওয়ার নুন্যতম মানবিক আচরন করলো না, আমি মনে করি একাত্তর টি ভির অন্তরালে থেকে কারা শেখ হাসিনা, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করোনা ভাইরাসের বিপদের সময় মিথ্যাচার করে সরকারকে দুর্বল করতে উঠেপড়ে লেগেছে তাদের মুখোস উম্মচনের সময় এসে গেছে। দোষ আমাদেরই আমরা কেউ সৎ থাকলে তাকে সৎ থাকতে দেই না, প্রচন্ড আত্বসম্মানে না লাগলে কেউ মাটিতে গড়িয়ে কাঁদে না। যেমন একজন সৎ চেয়ারম্যানের এই অপমান আমাদের হৃদয়ে ধাক্কা লেগেছে।