
শরমিতা লায়লা প্রমিঃ আজ ১৫ই মার্চ, রবিবার, মিরকাদিম পৌরসভার কমলাঘাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, অ্যামেরিকা প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক হাজি বছির উদ্দিন আহাম্মেদ এর শুভ জম্মদিন, তিনি এই দিন কমলা ঘাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, একজন সজ্জন মানুষ মরহুম হাজি জিগির আলী মিয়ার স্ত্রী বেগম জিগির আলির কোলে জম্ম নেন। সে দীর্ঘ দিন যাবত স্ব-পরিবারে আমেরিকা বসবাস করছেন, তার বড় মেয়ে ববির জামাইও আমেরিকা প্রবাসী, ছোট মেয়ে অভি আহাম্মেদ এর জামাই মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহীন, তার বড় ছেলের শ্বশুর মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তার সহধর্মিণী হাজি খুকি আহাম্মেদ তার স্বামীর সুস্থতা ও দীর্ঘ জীবন কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।