চেতনায় ডেস্কঃ বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ৪র্থ ধাপের নির্বাচনী তপসিল অনুযায়ী মিরকাদিম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ১৪ই ফেব্রুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দে।নির্বাচন কমিশনের তপসিল অনুযায়ী ১৭ই জানুয়ারি ২০২১, রবিবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ, ১৯শে জানুয়ারি ২০২১ মঙ্গলবার, মনোনয়ন পত্র বাছাই, ২৬শে জানুয়ারি ২০২১ মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ, ভোট গ্রহন ১৪ই ফেব্রুয়ারি ২০২১, রবিবার।

ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের চাহিদামতে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে বর্তমান মেয়র শহিদুল ইসলাম শাহিনের নাম একক প্রার্থী হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে জমা দেওয়া হয়েছে, আশা করা যায় শহিদুল ইসলাম শাহীন আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা মার্কা নিয়ে লড়বেন। তাছাড়া বি এন পি থেকে পৌরসভার কৃষক দলের সভাপতি মিজানুর রহমান ধানের শীষ মার্কা নিয়ে লড়বেন, তাছাড়া গত নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মনসুর আহাম্মেদ কালামও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে মেয়র পদে লড়বেন।সবকিছু ঠিক থাকলে ই ভি এম এর মাধ্যমে একটি অবাধ শান্তি পুন্ন নির্বাচন হবে বলে পৌরবাসী আশা পোষণ করেন।
Comments are closed.