১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের অভিনন্দন
চেতনায় ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও উপদেষ্টামণ্ডলীর সদস্য বঙ্গবন্ধুর স্নেহভাজন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু।বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মনোনয়নদান করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার তার বসায় এক সংবাদ সম্মেলনে ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র হিসেবে আমির হোসেন আমুর নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী এতদিন ১৪ দলীয় জোটের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। আর মুখপাত্রের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম।ওবায়দুল কাদের বলেন, “১৪ দলের শরিক দলগুলোর নেতৃবৃন্দের সম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের প্রবীণ নেতা ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন।“আমির হোসেন আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে ১৪ দলের সমন্বয়কের দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে নেত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।”
ষাটের দশকের ছাত্রলীগ নেতা আমির হোসেন আমু ১৯৭০ সালের নির্বাচনে বরিশাল থেকে প্রাদশিক পরিষদের সদস্য হয়েছিলেন। স্বাধীনতার পর চার বার এমপি হওয়া এই আওয়ামী লীগ নেতা বর্তমানে ঝালকাঠি-২ আসনের প্রতিনিধিত্ব করছেন। মুক্তিযুদ্ধের সময় আমির হোসেন আমু ছিলেন বরিশাল, খুলনা, পটুয়াখালী, যশোর ও ফরিদপুর জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন। ১৯৭৮-১৯৮৬ সালে তিনি যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তাকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করে নেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা আমির হোসেন আমু ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পাওয়ায় মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, জাতির পিতার চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন ও জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ।
Comments are closed.