১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ওয়েব নিউজঃ এনবিএস ওয়েব সাইটে প্রকাশিত খবরে জানা যায়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা সব কাজ গুছিয়ে নিয়ে এসেছি। আসছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা ঘোষণা করা হবে। নিজ মন্ত্রণালয়ে দৈনিক সময়ের আলোকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী এ তথ্য জানান।রণাঙ্গনের যোদ্ধা মোজাম্মেল হক বলেন, অত্যন্ত স্বচ্ছ ও সঠিক তথ্য যাচাই-বাছাই শেষে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন হচ্ছে এবং অসঙ্গতিপূর্ণদের বাদ দেয়া হয়েছে। আমি নিজে অভিযোগ আসা মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়েছি। সবার সঙ্গে আলাদাভাবে কথা বলেছি। এতে আমার সন্তুষ্টি, তাদেরও তৃপ্তি। কারণ সবাই আমার সামনে বসে তাদের বক্তব্য উপস্থাপন করতে পেরেছেন। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের পুরো প্রক্রিয়ায় ছিলাম আমি। তাই বলতে পারব, ভালো করলেও করেছি, মন্দ করলেও আমি করেছি। আর অন্যকে দিয়ে কাজগুলো মন মতো হয় না। তাই নিজেই সব করলাম।