মীর নাসির উদ্দিন উজ্জ্বল
চেতনায় একাত্তর প্রতিনিধিঃ সংবাদপত্র পাঠে উৎসাহী মুন্সীগঞ্জবাসীর মধ্যে সংবাদ জানার আগ্রহ ধারাবাহিকভাবেই চলে আসছে, দেশের অন্যান্য জেলার চেয়ে মুন্সীগঞ্জ জেলায় সংবাদ পত্র পাঠকের সংখ্যা বেশি, তার কারন এই জেলার মানুষ আদিকাল থেকেই শিক্ষা দীক্ষায় এগিয়ে আছে,বুদ্ধপণ্ডিত অতিস দীপঙ্কর, স্যার জগদীশ চন্দ্র বসু, হুমায়ন আজাদ এর মতো বহু পণ্ডিত ব্যাক্তিদের জম্মস্থান এই মুন্সীগঞ্জ জেলায় তথা বিক্রমপুর, এই মুন্সীগঞ্জেরই সন্তান সাংবাদিক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল দীর্ঘদিন যাবত সাংবাদিকতার সাথে যুক্ত আছেন, বর্তমানে তিনি দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার পদে মুন্সীগঞ্জ জেলায় দায়িত্ব আছেন।
স্ব-পরিবারে কক্সবাজার সমুদ্র সৈকতে মীর নাসির উদ্দিন উজ্জ্বল
তিনি লক্ষ্য করেছেন মুন্সীগঞ্জের সংবাদ পাঠকরা পত্রিকার সকল পৃষ্ঠায় খুঁজে বেড়াতেন নিজ জেলার খবর জানার জন্য, কোণ কোন দিন ছোট আকারের ভিতরের পৃষ্ঠায় ২/১ টি খবর প্রকাশ পেত, অধিকাংশ সময়ই সংবাদ থাকতো না, এই বিষয়টা মীর নাসিরউদ্দিন উজ্জলের নজর কারে, তিনি মুন্সীগঞ্জ জেলাবাসীর এই উৎসাহ ও আগ্রহকে বাস্তবে রুপ দিতে উদ্দ্যেগ নেন,
মুন্সীগঞ্জ জেলা থেকে একটি দৈনিক পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়ে নীতিমালার আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিয়ে “ দৈনিক সভ্যতার আলো “ নামে পত্রিকা প্রকাশ করেন। এই সভ্যতার আলো পত্রিকায় প্রকাশিত অধিকাংশ সংবাদই মুন্সীগঞ্জ জেলার নানা বিষয়াদি নিয়ে সংবাদ থাকে, আজ মীর নাসির উদ্দিন উজ্জলের প্রচেষ্টায় মুন্সীগঞ্জ জেলার মানুষ মাত্র ৫ টাকা খরচ করে মুন্সীগঞ্জ জেলার সমস্ত খবর জানতে পারে।
মুন্সীগঞ্জ জেলাবাসিকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি চেতনায় একাত্তরের পক্ষ থেকে সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ মীর নাসির উদ্দিন উজ্জ্বলকে দৈনিক সভ্যতার আলো পত্রিকার জম্ম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, আমি মীর নাসির উদ্দিন উজ্জলের সফলতা, সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি। আশা প্রকাশ করি যুগযুগান্তর সভ্যতার আলো পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা বাসীকে সেবাদান করে যাবে।