
জুম্মানঃ মুন্সীগঞ্জ জেলাধিন মিরকাদিম পৌরসভার নুরপুর গ্রামের আনিস আহাম্মেদ ও খালেদা আক্তার সনেট এর মেয়ে পুনম, বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পুনমের মা একান্ত ইচ্ছায় পুনম শিশু কাল থেকেই নৃত্য চর্চা করে আসছে। বর্তমানে অভিজ্ঞ নৃত্য শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিচ্ছে পুনম। এর পূর্বে একজন মহিলা নৃত্য শিল্পী লিপির কাছে প্রশিক্ষণ নিয়েছে। শিশু বয়স থেকেই প্রশাসনিক ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের বহু অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সুনাম অর্জন করেছে, পুনম রবীন্দ্র সঙ্গিত, নজরুল গীতি, আধুনিক ও দেশাত্ববোধক গানের সাথে নৃত্য পরিবেশন করে আনন্দ পান। পুনমের একান্ত ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে কোন সরকারী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা।