
শরমিতা লায়লা প্রমিঃ কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের অমর কবিতার একটি চরন– যেতে নাহি দিব, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তেমনি আমাদের প্রিয় মাশরাফি, মাশ ক্রিকেট ছেড়ে চলে গেলেন, মাশরাফি তুমি যেখানে থাক, সুখে থাক, শান্তিতে থাক, এই দোয়া রইল, তুমি আছ,থাকবে আমাদের হৃদয়ে, বাংলাদেশের সতর কোটি মানুষের অন্তরে্—– চেতনায় একাত্তর