বঙ্গবন্ধু শুধু একজন নেতাই ছিলেন না, মানবিক বঙ্গবন্ধুর ছোট্ট ঘটনা,
বঙ্গবন্ধু শুধু একজন বিশ্ব নেতাই ছিলেন না, ছিলেন বহুগুণের অধিকারী, রাজনৈতিক, মানবিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া সাংস্কৃতিক সর্ব ক্ষেত্রেই বঙ্গবন্ধু সফলতার স্বাক্ষর রেখে গেছেন, তাইতো বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা, সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী আমাদের প্রিয় বাংলার বন্ধু, এই মহান নেতার একটি ঐতিহাসিক মানবিক ্বঙ্গবন্ধুর ছোট্ট ঘটনা, সেন্ডেল পায়ে লুঙ্গি-সার্ট পরা তিনিই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা আমাদের বঙ্গবন্ধু। দুপুরের খাবার খাবেন।তিনি দেখলেন গেটের দারোয়ান দুপুরের খাবার খান নাই, বঙ্গবন্ধু দারোয়ানের হাত ধরলেন, গেটের দারোয়ান বেচারা সংকোচবোধ করছে, ইতস্থ করছে। তারপরও বঙ্গবন্ধু অনেকটা জোড় করে হাতে ধরে টেনে নিয়ে গেলেন দোতলায়। বললেন, বস্ যা আছে তাই দিয়ে ভাগযোগ করে খাব।
বঙ্গবন্ধু কখনো একা খেতেন না। কাউকে ক্ষুদার্থ রেখে নিজে খেতেন না। এরই নাম “বঙ্গবন্ধু”। এটাই ছিল বঙ্গবন্ধুর আদর্শ। কত মহৎ ছিলেন। কত উদার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু।
শততম জন্মবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য। ফেইসবুক বন্ধু হারুন উর রশিদ এর পোস্ট থেকে নেওয়া– চেতনায় একাত্তর