মিরকাদিমে ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধুর শততম জম্মদিন উদযাপন

শরমিতা লায়লা প্রমিঃ মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের আয়োজনে মিরকাদিম পৌরসভার শিক্ষক, ছাত্র- ছাত্রী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের উপস্থিতিতে মিরকাদিম পৌরসভার হলরুমে বঙ্গবন্ধুর জম্মদিন উদযাপন করা হয়। মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জম্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার, জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান , সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা , সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাষ্টার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার দেলোয়ার হোসেন মিলন, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল বাতেন সেনটু, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু তাহের, কাউন্সিলার আব্দুল মজিদ সহ পৌরসভার কাউন্সিলারবৃন্দ, ০৮টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সাধারন সম্পাদকবৃন্দ সহ প্রমুখ ব্যক্তিবর্গ । বঙ্গবন্ধুর স্মৃতি চারন করে মোঃ মহিউদ্দিন বলেন বঙ্গবন্ধু ছিলেন একজন অতিমানব, মেধা- প্রজ্ঞা আর দূরদর্শী নেতা, বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্বে খুবই বিরল, তার সাথে যত চলেছি ততই শিখেছি, আমাদের সকলের উচিত বঙ্গবন্ধুর জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিচালিত করা। আলোচনার শুরুতে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয় এবং বঙ্গবন্ধুর প্রকৃতিতে মাল্য দান ও শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়।