মিরকাদিম পৌরসভায় বসবাসরত প্রায় সাড়ে বার হাজার পরিবার পেল মেয়র শাহিনের ঈদ উপহার(ভিডিও সহ)
চেতনায় ডেস্কঃ মিরকাদিম পৌর এলাকায় বসবাসরত পনর হাজার পরিবারের মধ্যে প্রায় সাড়ে বার হাজার পরিবার পেল মেয়র শহিদুল ইসলাম শাহীনের এক ব্যাগ ঈদ উপহার সামগ্রী, প্রতিটি উপহার ব্যাগের মধ্যে আছে খাবার চাউল, পোলার চাউল, সেমাই, চিনি, দুধ, আলু, পিয়াজ, মসলা, সয়াবিন তেল ইত্যাদি যাহার আনুমানিক মুল্য প্রায় হাজার টাকা ছাড়িয়ে যাবে, ঈদের আগে মেয়য়ের এই ঈদ সামগ্রী পেয়ে প্রায় দুই মাস লক ডাউনে থাকা পৌরবাসী খুবই আনন্দিত।
এই বিষয় মেয়র শহিদুল ইসলাম শাহীন বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আহ্বানে সারা দিয়ে প্রায় দুই মাস লক ডাউনে থাকা আমার প্রিয় পৌরবাসী যাতে একসাথে ঘরে বসে পরিবার সমেত ঈদ উদযাপন করতে পারে সেই জন্যই আমার এই ঈদ উপহার, আমার সকল উৎসাহদাতা, প্রেরণাদাতা আর পদ পরিদর্শক হল জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা। (ভিডিও সহ)