আজ মিরকাদিমের কৃতি সন্তান মরহুম মৌলভি আবদাল হোসেনের তৃতীয় মৃত্যু বার্ষিকী
শরমিতা লায়লা প্রমিঃ আজ মিরকাদিম পৌরসভার কৃতিসন্তান এলাকার ক্রীড়া- সাংস্কৃতিক-সামাজিক অঙ্গনের সাদা মনের মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, সম্ভ্রান্ত মৌলভি পরিবারের সন্তান, মরহুম আলহাজ্ব মৌলভি আবদাল হোসেন সাহেবের তৃতীয় মৃত্যু বার্ষিকী, পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার সুযোগ্য সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আই.জি.পি মাহবুব হোসেন নিজ বাড়ি টেঙর গ্রামে এক ইসলামিক মহা সম্মেলনের আয়োজন করেছেন, সেই সম্মেলনে সকলকে অংশ গ্রহণের দাওয়াত দিয়েছেন, তিনি সকলের কাছে তার মরহুম পিতা এবং মাতা- ভাই বোন, আত্মীয় স্বজন, এলাকাবাসীসহ সকলের জন্য দোয়া চেয়েছেন।