সৌরব আহাম্মেদ জনিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলাধিন চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কাউন্সিলারদের সর্ব সম্মত সিদ্ধান্তমতে আব্দুল রাজ্জাককে সভাপতি ও মোক্তার হোসেনকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়।জনাব আঃ রাজ্জাক এর সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিছ উজ্জামান আনিছ, উদ্বোধক সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আফছার উদ্দিন ভুঁইয়া, প্রধান বক্তা সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজি সামছুল কবির মাস্টার আরও উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহীন , সদর উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. এস আর মিলন প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে আনিছ উজ্জামান আনিছ বলেন, যারা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ মানে না- যারা বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করে তাদের আওয়ামী লীগের যে কোন পর্যায়ের কমিটিতে থাকার নৈতিক অধিকার নাই। বিগত উপজেলা,পৌরসভা, ইউনিয়ন নির্বাচনে যারা শেখ হাসিনার নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা মার্কার বিরুদ্ধে কাজ করেছে তারা আওয়ামী লীগের যে কোন কমিটিতে থাকার যোগ্যতা হারিয়েছে। কাউন্সিলারদের কাছে আমার অনুরোধ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ আর দুর্নীতিবাজদের কমিটিতে স্থান দিবেন না। মুন্সীগঞ্জ সদর উপজেলার সব ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র মতে কমিটি গঠন করা হচ্ছে, কোথায়ও কোন অনিয়ম দেখা গেলে সাথে সাথে সেখানে সম্মেলন স্থগিত করা হচ্ছে।