The news is by your side.

টিক টক এর নারী পাচার, কিশোর অপরাধ বাড়ছে

চেতনায় ডেস্কঃ অনলাইন মিডিয়ার সম্প্রচার ও সুবিধা বাড়ার সাথে সাথে সারা দেশে একটি চক্র চটকদার ভিডিও ফিল্ম নির্মাণের নামে অরুচিকর হাস্য-কৌতুকে ভরা, যৌন সুড়সুড়ির নামে শর্টফিল্ম নির্মাণ করে ফেইসবুক, ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে তরুন-তরুণীদের আকৃষ্ট করছে। এর আড়ালে চলে যৌন ব্যবসা, নারী, মাদক দ্রব্য পাচারের মতো জগন্যতম অপরাধ। নামে-বেনামে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান সারাদেশেই এই ধরনের ফিল্ম নির্মাণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম টিক টক নামে একটি ফিল্ম নির্মাণ প্রতিষ্ঠান। যারা এই ধরনের ফিল্ম নির্মাণ করে বা অভিনয় করে তাদের অধিকাংশ বাবা-মায়ের অবাধ্য স্কুল- কলেজ পড়ুয়া বকাটে, বড়লোকের উচ্ছন্নে যাওয়া মাদকাচ্ছন্ন ছেলে-মেয়ে। সম্প্রতি ভারত ও বাংলাদেশ, দু'দেশে ভিন্ন ঘটনার মাধ্যমে একটি বড় নারী পাচার চক্র ধরা পড়লো। জানা গেছ,এই চক্র নাকি টিকটক এ্যাপের মাধ্যমে তাদের ভিকটিমদের চিহ্নিত করতো। এমনকি চক্রের হোতার নামও নাকি 'টিক টক রিদয়। নামের বানান যাই হোক, তাদের ভাইরাল হওয়া এক ভিডিও দেখেই ভারতীয় পুলিশ তাদের শনাক্ত করে ব্যাঙ্গুলুরুতে তাদের আটক করতে পেরেছিল। সে বিষয় 'ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরেই ভারত এবং বাংলাদেশের পুলিশ বলতে গেলে একটি আন্তঃ মহাদেশীয় নারী চোরাচালান কারবারের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই পাকড়াও প্রশংসার দাবি রাখলেও কিছু প্রশ্ন থেকে যায়। এতবড় একটা গ্রুপ, যাদের ডালপালা বিস্তৃত বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য সহ কয়েকটি দেশে, তাদেরকে ধরতে এতদিন সময় লাগল কেন? তবে এই চক্রটিকে যথাযথভাবে আইনের আওতায় আনা না গেলে এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া না গেলে এই ধরনের অপরাধের লাগাম টানা যাবে না, তবে আশঙ্কার বিষয় হলো এক শ্রেণীর নারী লোলুপ আমলা, প্রভাবশালী, উচ্চবিত্ত শ্রেণীর লোকজন এই চক্রকে বিভিন্নভাবে সেলটার নিয়ে থাকে, তাই এই অপরাধীদের মুক্ত করতে নানাভাবে প্রভাববিস্তার করা হবে তাতে সন্দেহ নাই, তাই বিষয়টি যথাযথ তদন্ত্রের মাধ্যমে অপরাধীদের ইন্দন্দাতাদের নাম প্রকাশ ও বিচারের আওতায় আনা জরুরী বলে মনে করি।

Get real time updates directly on you device, subscribe now.

টিক টক এর নারী পাচার, আড়ালে কিশোর অপরাধ বাড়ছে
টিক টক এর নারী পাচার, আড়ালে কিশোর অপরাধ বাড়ছে

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.

%d bloggers like this: