


সারমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ জেলাধিন মিরকাদিম পৌরসভার রিকাবি বাজারে কাউন্সিলার আবদাল হোসেন এর নব নির্মিত মার্কেটের ২য় তালায় আধুনিক সাজে সজ্জিত পুতুল বিউটি পার্লার, পার্লারের মালিক পুতুল নিজেই, পুতুল একজন সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত বিউটিসিয়ান, পুতুল ও তার সুন্দরী বিউটিশিয়ানদের সুন্দর হাতের নিপুন কাজের প্রশংসা ইতিমধ্যে এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, উৎসব পাবন, বিয়ের কনে সহ সকল ধরনের সাঁজে পুতুল এর জুড়ি নাই। তাই সব সময় তার পার্লারে সুন্দরীদের ভিড় লেগেই আছে, সবচেয়ে বড় কথা পুতুলের আচার আচরণ ও অমায়িক ব্যাবহারে কাস্টমাররা খুবই খুশি, সবার সাথেই পুতুলের বন্ধুত্বের সখ্যতা গড়ে উঠেছে। পুতুলের আগামী দিনগুলো আরও সুন্দর ও সফলতায় ভরে উঠলে পুরুষ শাসিত এই সমাজে মেয়েরা কর্মক্ষেত্রে আরও সফলতা বহে আনতে পারবে সেই বিশ্বাস আমি ধারন করি। শুধু এই ক্ষেত্রে দরকার পুলিশ প্রশাসন সহ সকল মহলের পুতুলদের প্রতি সদয় সহানুভূতি ও সু-দৃষ্টি, যাতে পুতুলরা নিরাপদে কাজ করতে পারে।