শরমিতা লায়লা প্রমিঃ নূরপুর রয়েল’স কিং এর ২য় খাসিকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান মিরকাদিম পৌরসভার রিকাবি বাজার গ্রিন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে গত ১৯শে অক্টোবর অনুষ্ঠিত। মহসিন হক এর সভাপতিত্বে ফাইনাল প্রতিযোগিতার প্রধান অতিথি মোঃ হোসেন ডেভিড ও উদ্বোধক সাওন আহাম্মেদ জুম্মান। বিশেষ অতিথি কালাম খান, জাহাঙ্গীর আলম, মোঃ হাসান, ব্যবস্থাপনায় ছিলেন শাকিল, তম্ময়, সম্পদ,সিয়াম, রহমান,তাফিফ, মেরাজ,টিনা, আরিফ, ইস্মাইল। জমজমাট এই খেলায় চ্যাম্পিয়ন হন নীলবিয়েজ ক্লাব, খেলা শেষে বিজয়ী ও বিজেতাদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
Get real time updates directly on you device, subscribe now.