The news is by your side.

পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্মের লোক রয়েছে জানেন ?

শরমিতা লায়লা প্রমিঃ আল্লাহ প্রদত্ত বা আসমানি ধর্ম ছাড়াও পৃথিবীতে মানবরচিত অনেক ধর্মের আবির্ভাব ঘটেছে। তবে কালের বিবর্তনে টিকে আছে খুব অল্পসংখ্যক ধর্মই। ধারণা করা হয়, পৃথিবীতে বর্তমানে চার হাজার ৩০০ ধর্মের অস্তিত্ব রয়েছে; যদিও সব ধর্মের অনুসারী ও বিস্তৃতি সমান নয়। অনুসারীর সংখ্যা বিবেচনায় পৃথিবীর প্রধান ১০টি ধর্ম হলো— ১. খ্রিস্টান ধর্ম: পৃথিবীজুড়ে প্রায় ২৪০ কোটির মতো মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। ২. ইসলাম ধর্ম: পৃথবীতে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা ১৮০ কোটির বেশি। ৩. হিন্দুধর্ম: বিশ্বে বর্তমানে হিন্দু ধর্মের অনুসারী প্রায় ১২০ কোটি। ৪. বৌদ্ধ ধর্ম: পৃথিবীজুড়ে বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা আনুমানিক ৫১ কোটি। ৫. হ্যান ধর্ম: চীনের বড় ধর্মীয় সম্প্রদায় হলো হানজু এ ধর্মের অনুসারী ৪০ কোটির কাছাকাছি। ৬. শিখ ধর্ম: বিশ্বজুড়ে শিখ ধর্মের অনুসারী প্রায় ৩ কোটি ৭. ইহুদী ধর্ম: পৃথিবীজুড়ে ইহুদী ধর্মের অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের মতো। ৮. বাহাই ধর্ম: বিশ্বের ২০০টির অধিক দেশে ৭০ লক্ষাধিক মানুষ বাহাই ধর্মের অনুসারী। ৯. জৈন ধর্ম: বিশ্বে ৪০ লক্ষাধিক জৈন ধর্মানুসারী মানুষ আছেন। ১০. শিন্তো ধর্ম: পৃথিবীতে এ ধর্মের অনুসারী রয়েছে প্রায় ৪০ লাখ।

Get real time updates directly on you device, subscribe now.

পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্মের লোক রয়েছে জানেন ?
পৃথিবীতে সবচেয়ে বেশি কোন ধর্মের লোক রয়েছে জানেন ?

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.

%d bloggers like this: