কামরুল ইসলাম জাহাঙ্গিরঃ স্মরণকালের তীব্র শীতে মুন্সীগঞ্জের মানুষ আক্রান্ত, বিশেষ করে গ্রামঞ্চলের ও চরাঞ্চলের সাধারন মানুষ শীতের তীব্রটায় অতিষ্ঠ, সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঘরে ফিরে যাচ্ছে, কন কনে শীতে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ছে। গরীব মানুষের আয় উপার্জন করে গেছে।স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন হৃদয়বান মানুষ অসহায় এবং গরীব মানুষদের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরন করছে, চাহিদার তুলনায় তা যৎসামান্যই। এই সাহায্য আরবান এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকছে, অজ পাড়াগাঁয়ের সাধারন মানুষের কাছে পৌঁছে না।তাই গ্রামঞ্চলের ও চরাঞ্চলের সাধারন মানুষ যাতে এই সাহায্য পেতে পারে এই বিষয় প্রশাসন ও বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে।