শরমিতা লায়লা প্রমিঃ ১২এপ্রিল২০২০ঃ ১৫ই আগস্ট ১৯৭৫ জাতির পিতা স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আত্মস্বকৃত খুনি মাজেদের ফাঁসির রায় আজ রাত ১২.০১ মিঃ কার্যকর করা হয়। এই খুনির রায় কার্যকর করার পর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের লোকজন আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। ইতিপূর্বে দীর্ঘদিন এই খুনি মাজেদ ভারতে আত্মগোপন করেছিলেন, সম্প্রতি তিনি ভারত থেকে বাংলাদেশে এসে ঢাকার মিরপুরে পালিয়ে থাকেন সেইখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে, এই খুনি মাজেদকে বিচারিক উচ্চ আদালত থেকে ফাঁসির আদেশ দেন।দীর্ঘদিন পর আদালতের রায় কার্যকর করা হল। এই খুনি মাজেদের সাথী ০৫ খুনি রায় ইতিপূর্বে কার্যকর করা হলেও পাঁচ খুনি এখনো বিদেশে পলাতক আছে।
Get real time updates directly on you device, subscribe now.