বিশ্ব ক্রিকেট বীর মাশরাফির বিদায়-ব্যথিত হৃদয়ে বাংলাদেশ ক্রিকেট মাশরাফিকে বীরোচিত বিদায় জানান

শরমিতা লায়লা প্রমিঃ স্বাভাবিকভাবে হেঁটে এলেন মাশরাফি বিন মুর্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের সংবাদ সম্মেলন। ম্যাচ নিয়ে কোনো কথা বলার আগে বললেন ‘ধন্যবাদ সবাইকে, আমি কিছু বলতে চাই।’ মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। ধীরে ধীরে তিনি বলতে শুরু করলেন, ‘শুক্রবার অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। আমার প্রতি দীর্ঘ সময় আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আমার নেতৃত্বে যত ক্রিকেটার খেলেছে বাংলাদেশ দলে, সবাইকে ধন্যবাদ জানাই। আমি নিশ্চিত, এই প্রক্রিয়াটা সহজ ছিল না, গত ৪-৫ বছরের ভ্রমণ সহজ ছিল না।’
এরপর টাইগারদের ওয়ানডে ক্রিকেটকে বদলে দিয়েছেন। বিশ্বের কোনো দল এখন বাংলাদেশকে হেসে খেলে হারানোর চিন্তা করতে পারে না। হোক দেশে কিংবা বিদেশে। সেই অধিনায়কত্বের সূর্য আজ অস্ত যাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। নয়া অধিনায়ককে শুভ কামনা জানিয়ে বিদায় নিলেন মাশরাফি।
মাশরাফির সাংবাদিক সম্মেলনের ঘোষণা বাস্তবায়িত হল সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ জিম্বাওয়ে মধ্যে অনুষ্ঠিত চতুর্থ ওয়ান ডে ম্যাচ এর মধ্যদিয়ে। মাশরাফির এই বীরোচিত বিদায়ে ক্রিকেট প্রিয় মানুষের মনে এক হৃদয় বিদারক ব্যথা জম্ম নেয়। দীর্ঘ প্রায় ১৭ বছর মাশরাফি বাংলাদেশ ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন, জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়েছেন, আমরা মাশরাফির উত্তর উত্তর সাফল্য কামনা করছি। অভিনন্দন মাশরাফি— চেতনায় একাত্তর