বেতকা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সমাধান চেয়ে মনিটরিং কমিটি বরাবর আবেদন
জালাল উদ্দিন জনিঃ টঙ্গিবাড়ী উপজেলাধীন বেতকা ইউনিয়নের ওয়ার্ডসমূহের কমিটি গঠনে অনিয়মের অভিযোগে এনে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ মনিটরিং টিমের কাছে আবেদন করা হয়। বেতকা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন মাস্টার অভিযোগ করেন আমি ছাত্রজীবন থেকে শুরু করে প্রায় ত্রিশ বছর যাবত আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। ২০১৪ সালে এই ওয়ার্ডের সাধারন সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি পকেট কমিটি গঠনের মাধ্যমে আমার পরিবর্তে যাকে সাধারন সম্পাদক বানানো হচ্ছে তিনি আব্দুল সাত্তার দেওয়ান বি এন পির রাজনীতির সাথে জড়িত, ২৫/১২/২০১২ সালে গঠিত বেতকা ইউনিয়ন যুবদল কমিটির সাংগঠনিক সম্পাদক, ২০/৭/২০১৬ সালে গঠিত বেতকা যুবদলের সহ সভাপতি, জেলা যুবদলের সদস্য আছেন। শুধু মাত্র নৌকার পক্ষে নির্বাচন করায় আমাকে বাদ দিয়ে বি এন পি যুব দল থেকে আব্দুল সাত্তার দেওয়ানকে এই ওয়ার্ডের সাধারন সম্পাদক বানিয়ে আমাকে বাদ দেওয়া হচ্ছে, আমি এর প্রতিকার চাই, আমার পদ আমি ফিরে পেতে চাই।
একই অভিযোগ করেন ০৬ নং ওয়ার্ড এর ১৯৮৬ সাল থেকে সভাপতি পদের দায়িত্ব পালনকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক লাকুরিয়া, ০২ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মোঃ জামাল হোসেন ঢালীর অভিযোগ করেন মুসলিম লীগের কসাই কাইয়ুমের দোসর ফ্রিদম পার্টির কর্মী আরঙ্গজেবকে তার পদে নেওয়া হয়েছে।তিনি তার পদ ফেরত চান। ০৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ মনিরুজ্জামান একই অভিযোগ করে বলেন বেতকা ইউনিয়ন যুবদল সহ সভাপতি, উপজেলা যুব দল সদস্য মজিবর বাগজা এর আপন ছোট ভাই মোঃ বাবুল হোসেন বাগজা (বাবূ) কে সভাপতি বানানো হচ্ছে, আমি এর তীব্র পতিবাদ করে সভাপতি পদ পেতে চাই। সকলে চান আওয়ামী লীগ পরিবারের সদস্য যারা দীর্ঘ দিন যাবত সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন তাদের যেন যথাযথভাবে মূল্যায়ন করা হয়।