শরমিতা লায়লা প্রমিঃ ভারতের বাজারে অসম্ভবভাবে কমে গেল পিঁয়াজের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮/১০ টাকায়।ভারতের কর্ণাটকের গোলাপি পিঁয়াজে এখন বাজার সয়লাপ, তাই কৃষকদের দাবীর মুখে কেন্দ্রীয় সরকার পিঁয়াজ রপ্তানি উম্মুক্ত করে দিতে বাধ্য হল। পিয়াজের আকাল নিয়ে বাংলাদেশে পিয়াজের মুল্য অসম্ভবভাবে বেড়ে যায়, বিভিন্ন দেশ থেকে পিয়াজ আমদানি করেও এই মুল্য বৃদ্ধিরোধ করতে পারছে না সরকার, ইতিমধ্যে পিয়াজের দাম কেজি প্রতি ১২৫/১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, পিয়াজের এই মুল্য বৃদ্ধিতে মাননীয় প্রধানমন্ত্রীও চিন্তিত, তবে তিনি আশ্বাস দিয়েছেন অল্প কয়েক দিনের মধ্যেই পিয়াজের দাম সহনীয় পর্যায় নেমে আসবে।ভারত পিয়াজ রপ্তানি উম্মুক্ত করে দেওয়ায়, বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু হয়েছে, একদিনেই পিয়াজ কেজি প্রতি ১০/১৫ টাকা কমে গেছে, তাছাড়া আমদানিকৃত পিয়াজের ৩/৪ টি জাহাজ পোর্টে ভিড়ার অপেক্ষায় আছে। আশা করা যায় ১০/১৫ দিনের মধ্যেই পিয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে।