মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যনের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের শোক জ্ঞাপন
চেতনায় ডেস্কঃ ২৪জুলাই২০২০, বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের মৃত্যু হয় বলে জানিয়েছেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইয়াসমিন আক্তার।মিয়াজ উদ্দিন স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন তার ছেলে।২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানকে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিল।পরে তিনি ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুন্সীগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীফ সিকিউরিটি অফিসার, বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরাম এর সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এক শোক বার্তায় বলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম মিয়াজ উদ্দিন খান অত্যন্ত ভাল মনের মানুষ ছিলেন, তার আন্তরিকতা ও দায়িত্বশীলতায় আমি মুগ্ধ হয়েছি, আমি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মরহুম মিয়াজ উদ্দিন খান-এর আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Comments are closed.