The news is by your side.

মিরকাদিমের সম্ভু নাথ আচার্য জাতীয় শিল্পকলা পদক-এ মনোনীত

চেতনায় ডেস্কঃ মিরকাদিম পৌরসভার কালিন্দীপাড়া গ্রামের আচার্য পরিবারের দশম প্রজম্ম বিশিষ্ট পটচিত্র শিল্পী শ্রী সম্ভু নাথ আচার্য জাতীয় শিল্পকলা পুরুস্কারে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। মাহামান্য রাষ্ট্রপতি এই পদক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন পর্যায়ে পদক-এ মনোনীত বিশিষ্টজনদের হাতে পদক তুলে দিবেন। মিরকাদিম পৌরবাসীর গর্ব অহংকার শ্রী সম্ভু নাথ আচার্য জাতীয় শিল্পকলা পদক-এ মনোনীত হওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দ বহে যায়। এই বিষয় সম্ভু নাথ আচার্যের বাল্যবন্ধু ভাস্কর সাহিত্য সংস্কৃতি গোষ্ঠীর সভাপতি, চেতনায় একাত্তর সম্পাদক, মিরকাদিম পৌর নাগরিক কমিটির সভাপতি, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ বলেন সম্ভু নাথ আচার্যের পরিবার বংশানুক্রমে মৃৎ ও পট শিল্পের সাথে জড়িত তার স্বর্গীয় পিতা সুধীর নাথ আচার্য এবং তার পিতামহ এইভাবে পট চিত্র শিল্পর সাথে জড়িত এই আচার্য পরিবারের সম্ভু নাথ আচার্য দশম প্রজম্ম। পটচিত্র শিল্পী হিসাবে সম্ভু নাথ আচার্য দেশ-বিদেশে প্রচুর সুখ্যাতি আছে ইতিমধ্যে তিনি বাংলাদেশ সরকার এর সহযোগিতায় এবং বিভিন্ন দেশের আমন্ত্রণে জাপান, চিন, লন্ডনসহ বিভিন্ন দেশে পট চিত্রের প্রদর্শনী করে নিজে যেমন প্রশংসা অর্জন করেছেন তেমনি দেশের জন্য বহে এনেছে সুখ্যাতি, আমরা সম্ভু নাথ আচার্যের উত্তর উত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। সম্ভু নাথ আচার্যের এই অর্জনে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়, তার মধ্যে মিরকাদিম পৌর নাগরিক কমিটি, ভাস্কর সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী, চেতনায় একাত্তর, বিক্রমপুরের কথা প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

মিরকাদিমের সম্ভু নাথ আচার্য জাতীয় শিল্পকলা পদক-এ মনোনীত
মিরকাদিমের সম্ভু নাথ আচার্য জাতীয় শিল্পকলা পদক-এ মনোনীত

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.

%d bloggers like this: