সুরব আহাম্মেদ জুম্মানঃ নবনিযুক্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এম.পি ৩০শে জুলাই ২০১৯ মঙ্গলবার প্রথম সরকারী সফরে মিরকাদিম পৌরসভায় আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহিন ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

মেয়র শহিদুল ইসলাম শাহিন ও প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা
রাস্তাঘাঁট সজ্জিত করন সহ একাধিক তোরণ নিম্মান করা হয়েছে, আশা করা যাচ্ছে এই সম্বর্ধনা অনুষ্ঠানে প্রায় দশ হাজার লোকের সমাগম হবে।
মেয়র শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আনিস উজ্জামান আনিস, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুতফর রহমানসহ জেলা ও উপজেলা পয্যায়ের নেতৃবৃন্দ।