মুন্সিগঞ্জ জেলা প্রশাসক করোনা আক্রান্ত, জেলা আওয়ামী লীগের সুস্থতা কামনা
শরমিতা লায়লা প্রমিঃ ভয়াবহ করনা ভাইরাস থেকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ম. মনিরুজ্জামান তালুকদারও রেহাই পেলেন নাই, তিনি করনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানেআইসোলেশনে আছেন, তিনি ছাড়াও জেলার কিছু পদস্থ্য ব্যক্তি করোনায় আক্রান্ত আছেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার নিত্যদিন কাজে ব্যস্ত থেকেছেন এবং অহয়ায় মানুষের কাছে ত্রান নিয়ে ছুটে গেছেন, বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে কাজকে দ্রুত এগিয়ে নিয়ে গেছেন, তার এই অভাব পুরনে প্রশাসনকে আরও তৎপর হতে হবে, আমরা মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুতফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক ও চেতনায় একাত্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, মিরকাদিম পৌরসভা মেয়র মোঃ শহিদুল ইসলাম শাহীন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করেন।