শেখ আলী আকবরঃ “জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক দিবস ২০১৯ পালিত হয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যবৃন্দ, স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠনেনর নেত্রীবৃন্দসহ অনেকেই অংশগ্রহণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান, মুন্সীগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক ও ইন্সপেক্টর মোঃ মইদুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপু ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আসমা শাহীন তার বক্তব্যে বলেন, আমাদেরকে রোড আইন মেনে চলতে হবে। বিশেষ করে হাসপাতাল, কলেজ, স্কুলসহ বেশ কিছু গুরুত্বপুর্ণস্থানে হর্ণ বাজানো নিষেধ থাকা সত্বেও সেখানে তা মানা হয় না। মুন্সীগঞ্জ জেলা শহরে অত্যাধিক মিশুক ও অটো চলাচলের বিষয়ে কঠোর আলোচনা হলেও তাৎক্ষণিক কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি। মুন্সীগঞ্জ ২২.১০.২০১৯