
২য় দিন।। ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের পথসভা

সৌরব আহাম্মেদ জনিঃ জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচীর ২য় দিনে শুক্রবার বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সড়কে “ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেনতা গড়ে তুলুন” বিষয়ক পথ সভার আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক এড. সোহানা তাহমিনা সভাপতিত্বে উক্ত পথ অংশ নেয়, শহর আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ যুবলীগ, ছাত্রলীগ, স্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে সোহানা তাহমিনা বলেন, পদ্মাসেতু মাথা লাগবে গুজব এক শ্রেণির মানুষ রাজনৈতিক উদ্দ্যেশ্যে অপপ্রচার করছে এটা শুরু গুজব ছাড়া আর কিছুই না। আপনারা গুজবে কান দিবেন না। আর রাতকানা এডিস মশা ডেঙ্গুর জীবাণু বহন করে ডেঙ্গুর বিস্তার ঘটায় আর ডেঙ্গু মশা বাড়ির আশপাশে জমে থাকা পানিতে ডিম পারে, ডিম থেকে ডেঙ্গু মশার বিস্তার ঘটে, তাই ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিস্কার রাখতে হবে, যেখানে সেখানে ময়ালা আবর্জনা ফেলা চলবেনা, আমরা সকলে সচেতন হলে ডেঙ্গু জ্বর প্রতিরোধ সম্ভব, ডেংগু প্রতিরোধে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে নানা ধরনের কর্মসূচী পালন করবে।

সভা শেষে ডেংগু মশা মারার ওষুধ শহরের বিভিন্ন ময়লাযুক্ত স্থানে স্প্রে করা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.সালাউদ্দীন ঢালী,এ ড.সিরাজুল হক লিটন, এড.শামসুজ্জামান মানিক, এড.কাজী মোজাম্মেল হোসেন রুমেল, মোঃ সিরাজ মোল্লা, মোহাম্মদ আলী, মুন্সিগঞ্জ সদর থানা শ্রমিকলীগ সভাপতি সুমন বেপারী।