শুদ্ধাচারের রাজনীতির প্রতীক – উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

শরমিতা লায়লা প্রমিঃ দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও ঢাকা উত্তর-দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে সকল প্রার্থীর নির্বাচন প্রচার শান্তিপূর্ণভাবে এগিয়ে চলছে।প্রচার কাজে উত্তরের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী একটি অনন্য ও গণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি দল মত নির্বিশেষে সকলের কাছেই ভোট প্রার্থনা করছেন। একপর্যায় তিনি বি এন পি মহাচচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছে দোয়া চেয়ে ভোট প্রার্থনা করলেন, উভয় পক্ষ আন্তরিকতার সাথে কুশল বিনিময় করলেন।দেশের মানুষ সকল রাজনৈতিক দলের নেতা সমর্থকদের মাঝে এই ধরণের আচরন আশা করে। রাজনীতিতে বিরোধিতা থাকবে, থাকবে আলোচনা সমালোচনা তাই বলে ব্যক্তিগত সম্পর্ক এমনই হওয়া উচিত।বি.এন.পির রাজনিতিতে মির্জা সাহেব যেই পরিবর্তন আনয়ন করলেন এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকলে দেশ আরও এগিয়ে যাবে।দেশের মানুষ ভাল থাকবে, দেশের সকল মানুষের আশাবাদ এই রাজনীতির শুদ্ধাচার অব্যাহত থাকুক।