সম্পাদক চেতনায় একাত্তরঃ হৃদয়ের সারথি, আগামী দিনের আপনার চলার পথ সুখময়, শান্তিময় হোক, আপনার জীবন সফলতা আর আনন্দে ভরে উঠুক, এই কামনায় চেতনার একাত্তরের সকল শুভানুধ্যায়ী, বন্ধু, স্বজন, চলার পথের সাথীদের জানাই ইংরেজি নববর্ষ-২০২০ এর শুভেচ্ছা, অভিনন্দন আর এক গুচ্ছ রজনী গন্ধা ফুলের ভালোবাসা — বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, সম্পাদক চেতনায় একাত্তর, সাংগঠনিক সম্পাদক মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ, সভাপতি, মিরকাদিম পৌর নাগরিক কমিতি, ভাস্কর সাহিত্য সংস্কৃতি গোষ্ঠী।