
শরমিতা লায়লা প্রমিঃ মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি, জেলা আওয়ামী লীগ মহিলা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার রুনির প্রথম মৃত্যু বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়।মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ ও পারিবারিকভাবে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার রুনি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিস উজ্জামান আনিছ এর ছোট বোন, মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজি ফয়সাল বিপ্লব এর ফুফু।মুরহুমা ফরিদা আক্তার রুনি স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, তাছাড়া তিনি বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, সংরামে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেন, তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে লালন করতেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ছিলেন আস্থাশীল। মরহুমা ফরিদা আক্তার রুনির আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লুতফর রহমান, চেতনায় একাত্তর সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, জেলা আওয়ামী লীগ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, জেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাইদুর রহমান, কমান্ডার আব্দুল রহিম, মিরকাদিম পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার দেলোয়ার হোসেন মিলনসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান।