The news is by your side.

সিনেমা নায়ক ওমর সানি ছাড়া নায়িকা মৌসুমী পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত

শরমিতা লায়লা প্রমিঃ ছেলে ও পুত্রবধূসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী মৌসুমী।শনিবার দিবাগত রাতে তাদের করোনা টেস্টের পজিটিভ রিপোর্ট এসেছে। তবে ওমর সানীর কোভিড নেগেটিভ।সানী-মৌসুমী দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন ফেসবুকে লিখেছেন, ‘বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার চাচা রাশিদুজ্জামান মিল্লাত এবং চাচি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।’এর আগে শনিবার সকালে ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের সবাই অসুস্থ বলে জানিয়েছিলেন ওমর সানী।গত ২ এপ্রিল তিনি ফেসবুকে লিখেছিলেন, আমার স্ত্রী, আমার ছেলে, নতুন বৌমা, বাসার অন্য সদস্য এবং আত্মীয়-স্বজন, আমার প্রিয় জন কিছু মানুষ, সবাই অসুস্থ। আপনারা দোয়া করবেন সবাই যেন সুস্থ হয়ে যায়। ২৬ মার্চ অনুষ্ঠিত হয় চিত্রনায়িকা মৌসুমী ও নায়ক ওমর সানীর একমাত্র ছেলের বিয়ে। জমকালো আয়োজনে আকদ অনুষ্ঠিত হয়। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করা হচ্ছে। ইতিপূর্বে গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।

Get real time updates directly on you device, subscribe now.

সিনেমা নায়ক ওমর সানি ছাড়া নায়িকা মৌসুমী পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত
সিনেমা নায়ক ওমর সানি ছাড়া নায়িকা মৌসুমী পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.

%d bloggers like this: