The news is by your side.

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সম্মেলন সভাপতি মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবু বকর

0

Get real time updates directly on you device, subscribe now.

শরমিতা লায়লা প্রমিঃ শনিবার,৭ই ডিসেম্বর, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়, সম্মেলন উপলক্ষে উপজেলাব্যাপি সাধারন মানুষের মধ্যে আনন্দ পরিলক্ষিত হয়, ১৪টি ইউনিয়ন থেকে নেতা, কর্মী, সমর্থকরা বেনার, নানা রঙের ফেস্টুন নিয়ে দলে দলে মিছিল সহকারে সম্মেলনে যোগ দেয়।

সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন জেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুতফর রহমান, বিশেষ অতিথি মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগ সহ সভাপতি নুরল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড.আবুল কাসেম, অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ আরও উপস্থিত থাকেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক হাজি ছামসুল কবির মাস্টার, শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাইদুর রহমান, মিরকাদিম পৌরসভা মেয়র শহিদুল ইসলাম শাহীন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

দুপুরের খাবারের পর স্থানিয় কমিনিউটি সেন্টারে ২য় কাউন্সিল অধিবেশন শুরু হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুতফর রহমানের পরিচালনায় কাউন্সিলে সহযোগী হিসাবে উপস্থিত থাকেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহাম্মেদ। কাউন্সিলারদের সর্ব সম্মত সিদ্ধান্তে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি পদে মহিউদ্দিন আহাম্মেদ ও সাধারন সম্পাদক পদে আবু বকর ছিদ্দিককে একক প্রার্থী হিসাবে কাউন্সিলের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

%d bloggers like this: